Numa Numa

এই লোকের নাম Gary William Brolsma , জন্ম ১৯৮৬ সালে নিউ জার্সিতে। যদিও এই নামের চেয়ে পুরা দুনিয়াতে তাকে কেবল “ নুমা নুমা ব্যাটা” ( the NUMA NUMA guy) বলেই লোকজন বেশী চেনে !!
২০০৪ সালে শেষের দিকে এই গ্যারি একদিন অলস সময়ে পিসির সামনে বসে ওয়েব ক্যামে O-Zone নামে এক Moldovan পপ ব্যান্ডের একটা গানের সাথে নিজের ঠোট মিলাচ্ছিলেন !! গান টার টাইটেল ছিল "Dragostea din tei" , তবে গানের মাঝের এক লাইনের কারনে “নুমা নুমা” নামেই বেশি পরিচিত।



ব্যাস, এক অলস সময়ের এই ঝাপসা ভিডিও দিয়েই তার ভাগ্য খুলে গেলো। এই ভিডিও ইউটিউবে কয়েক কোটিবারের মত দেখা হয়েছে , মুলত তার চেহারার মজার এক্সপ্রেশন এর কারনেই। আর কপাল বোধ হয় একেই বলে, এই সামান্য এক ভিডীও তাকে আক্ষরিক অর্থেই তারকা খ্যাতি এনে দিয়েছে ।
আসলে মানুষের ঝোক ও কখন কোন দিকে যায় বলা যায় না, তবে ভিডিও টা দেখে আমি নিজে ব্যাক্তিগত ভাবে দারুন মজাই পেয়েছি বলা যায়


এই ভিডিও হিট হবার পরে গ্যারিকে আর ফিরে তাকাতে হয় নি, এই ভিডিওর আরো গোটাকয়েক ভার্শন এনেছেন,


তিনি vh1 এর ইন্টারনেটের সেরা ৪০ তারকার মধ্যে প্রথম স্থান জিতেছেন


এই একটা অলস সময়ের খেয়ালের বশে করা ঝাপসা ভিডিও যে তাকে কোথায়ে পৌছে দিয়েছে , আরো জানতে উইকির পেজ টা ঘুরে আসতে পারেন,এছাড়া ইউটিউবে এখন নুমা নুমা নামে আলাদা নেটওয়ার্কও খোলা হয়েছে !!



এছাড়া গিনেজ বুকেও আসল নুমা নুমা গানটার জন্য রেকর্ড করেছেন
এই ভিডিওর দেখা দেখি এর বহু প্যারোডী বের হয়েছে, তার মধ্যে বেশ মজার একটা প্যারোডী হল ওসামা বিন লাদেনের নুমা নুমা ড্যান্স 



0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন